চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছিলেন কাটার মাস্টার। সেটি এখনো তার সঙ্গী। আপাতত পুনর্বাসন প্রক্রিয়াতেই সময় কাটছে ক্যারিয়ারের প্রথম বিদেশ সফরে যাওয়া মুস্তাফিজের।
বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। টাইগাররা এখন বাছাইপর্বে নিজেদের সবগুলো ম্যাচের ভেন্যু ধর্মশালায়। বাংলাদেশের ম্যাচগুলোর এই ভেন্যুটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফিট উঁচুতে। যেখানে দৌড়ানোর সময় শ্বাস নিতে একটু সমস্যা হওয়ার কথা জানিয়েছেন ক্রিকেটাররা।