অনলাইন ডেস্ক- ভারত সরকার বহুজাতিক কোম্পানি নেসলের কাছে দশ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। নেসলের তৈরি যে ম্যাগি নুডলস ভারতে বাজারজাত করা হয় তাতে ক্ষতিকর মাত্রায় সীসা পাওয়ার পর ভারত সরকার এই পদক্ষেপ নিল। ভারত সরকারের একজন মুখপাত্র জানান, ভারতের ক্রেতা স্বার্থ সংরক্ষণ আদালতে তারা এই দাবিতে মামলা করেছেন।
ম্যাগি নুডলস নিয়ে অব্যাহত উদ্বেগ এবং বিতর্কের মধ্যে নেসলে গত জুন মাসে ভারতের বাজার থেকে এটি প্রত্যাহার করে নেয়। তবে নেসলে আগাগোড়াই বলে আসছে যে এই নুডলসে ক্ষতিকর কিছু নেই। নেসলে কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত সরকারের দশ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা সম্পর্কে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। তবে নেসলে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মামলার ব্যাপারে জানার পরই তাদের প্রতিক্রিয়া জানাবেন।