নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা- বগুড়ার নন্দীগ্রামে দুস্থদের মাঝে সেলাই মেশিন ও টিউবয়েল সেট বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে বুধবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ হল রুমে ১১৮ জন হত-দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও ৩৪ জন দুস্থদের মাঝে টিউবয়েল বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার ইমাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাহফুজা বেগম, থানার এসআই জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, আলহাজ্ব শামছুর রহমান, উপজেলা প্রকৌশলী আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলী রেজা মারুফ বাবু প্রমূখ।