এদিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “নতুন বছরের আগমন উপলক্ষে সবাইকে হ্যাপি নিউ ইয়ার।”
এরপর হাসতে হাসতে তিনি বলেন, “ইংরেজি বছর তো, তাই ইংরেজিতে বললাম।”
নতুন বছরের প্রথম দিন রোববার সারা দেশে স্কুলে স্কুলে উৎসবের মধ্য দিয়ে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।