চুয়াডাঙ্গা (দামুড়হুদা) প্রতিনিধি- জেলার দামুড়হুদা উপজেলায় কলা চাষি ও ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুর দেড়টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা কৃষি অধিদফতরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা কৃষি অধিদফতরের উপ-পরিচালক নির্মল কুমার দে, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল।
কলা চাষি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, ‘আপনারা কলা উৎপাদনে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করবেন না। আর কলা পাকানোর সময় ফরমালিন বর্জন করবেন।