অগ্রসর প্রতিবেদক : নগরীর ধামন্ডিতে আজ বাদ মাগরেব বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
অনুষ্ঠানে শেখ লুৎফর রহমানের এবং ১৫ আগস্ট শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু ও অন্যদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়।
বঙ্গবন্ধুর পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের মধ্যে শেখ হেলালউদ্দিন এমপি, আফম বাহাউদ্দিন নাসিম এমপি, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি মেজর জেনারেল (অব:) হাফিজউদ্দিন মল্লিক ও শেখ হাফিজুর রহমান টোকন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজিব উদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।