অগ্রসর রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি একজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে গুলি করলে লোকটি মারা যান।
রাষ্ট্রপক্ষের এক আইনজীবী একথা জানিয়েছেন।
গত সপ্তাহে পুলিশ কর্মকর্তা বেট্টি শেফবি টেরেন্স ক্রাচারকে গুলি করে হত্যা করেন। সে সময় ক্রাচার তার বন্ধ হয়ে যাওয়া গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন।
দুই বছর ধরে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের শক্তি প্রয়োগের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলে।
এখন এটা নির্বাচনের একটি ইস্যুতে পরিণত হয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।