পুলিশ জানিয়েছে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার দু’জন মাস্টারমাইন্ড তামিম চৌধুরী ও মেজর জিয়া। কল্যাণপুরের জঙ্গিদের সঙ্গেও এদের যোগাযোগ ছিল।
আর তামিম চৌধুরী ও মেজর জিয়াকে ধরিয়ে দিতে পারলে প্রত্যেকের জন্য ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
আজ এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক এই ঘোষণা দেন।
মেজর জিয়া আনসারুল্লাহ বাংলা টীমের শীর্ষ নেতা এবং তামিম চৌধুরী নিউ জেএমবির সদস্য।
পুলিশ আরও জানিয়েছে এদের সেকেন্ড এবং থার্ড ইন কমান্ড কারা সে বিষয়েও তথ্য আছে তাদের কাছে।
তবে এদের উপরে কারা আছে সে বিষয়ে এখনও পুলিশ কিছু জানতে পারেনি।
আর তামিম চৌধুরী এবং মেজর জিয়া দেশে আছেন না বিদেশে আছেন সেটাও জানতে পারছে না পুলিশ।
তবে তারা সন্ধান চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এবং একইসাথে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।