অগ্রসর রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ২২১ জন উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৫টি কেন্দ্রে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ভর্তিচ্ছু মোট ৪২ হাজার ১২৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪০ হাজার ২৩৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২ হাজার ২২১ জন উত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ১০ জন। গ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ২৫০টি।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফল জানতে পারবে। মোবাইল ফোন থেকে DU স্পেস GA স্পেস Roll নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
উত্তীর্ণ ১ থেকে ১৩০০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০১৬ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।