ঢাকা অফিসার্স ক্লাবের আয়োজনে এই কার্নিভালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ২৮টি ক্লাবের ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।
ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস ও সাঁতার-এই ৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সবচেয়ে বড় দল নিয়ে অংশগ্রহণ করছে ঢাকা অফিসার্স ক্লাব। এ ক্লাবের পক্ষ থেকে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট ৪টি দল, টেনিসে ৫টি দল, সাঁতারে ৪টি দল এবং টেবিল টেনিসে ২টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি খেলার ভেন্যুকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
ঢাকা অফিসার্স ক্লাবের সহ-সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় সচিব কাদের সরকার-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু আলম মো. শহিদ খান।