ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের হল রুমে বৃহস্পতিবার সকালে পরিবেশ সুরক্ষা খাদ্যে ভেজাল প্রতিরোধ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগে ব্র্যান্ডিং বিষয়সহ বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সাফল্যতা উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত করণ এবং সর্ম্পৃক্ত করণের লক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যশোর জেলার সিনিয়র তথ্য অফিসার এএসএম কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ।