আজহ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, একনেকের বৈঠকে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৬ প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ২ হাজার কোটি টাকা। অবশিষ্ট অর্থ ভারতের ঋণ থেকে ব্যয় করা হবে।
তিনি জানান, উল্লেখযোগ্য প্রকল্প হলো দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নির্মাণ এবং সড়ক অবকাঠামো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ।