দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের একক মালিকানা দাবির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় মতবিরোধের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে। এ নিয়ে আসিয়ানের ১০টি সদস্য দেশের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।
জাতিসংঘের আন্তর্জাতিক সালিশ আদালতে দক্ষিণ চীন সাগরের অংশ বিশেষের মালিকানা দাবি করে মামলা দায়ের করে ফিলিপাইন। ১২ জুলাই এ মামলার রায়ে জয়ী হয় ফিলিপাইন।
দক্ষিণ চীন সাগরে চীনের একক মালিকানার দাবির ঐতিহাসিক ভিত্তি নেই বলে রায় দেন আন্তর্জাতিক আদালত। এ রায় প্রত্যাখ্যান করে চীন। তবে আদালতের রায়কে মেনে নিতে চীনের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
লাওসে অনুষ্ঠিত আসিয়ান মন্ত্রীদের বৈঠক থেকে কোনো যৌথ বিবৃতি দিতে পারেনি মন্ত্রীরা। কূটনীতিকরা বলছেন, রায়ের কোনো রেফারেন্স তুললে চীনের মিত্র কম্বোডিয়া তার বিরোধিতা করছে। ফলে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।