বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে তথ্য-প্রযুক্তি বিতর্ক উৎসব বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন যৌথভাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করে।
ফেসবুক কবে নাগাদ খুলছে— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ফেসবুক সদর দফতরের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আশা করছি, অচিরেই ফেসবুক খুলে দেওয়া সম্ভব হবে।’
নির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট দিন বা সময় বলতে পারছি না, তবে অল্প সময়ের মধ্যে ফেসবুক খুলে দেওয়া হবে বলে মনে করছি।’
পলক বলেন, ‘দেশের ৭০ শতাংশ তরুণ নতুন আইডিয়া নিয়ে আসে। দেশের পলিসি তৈরিতে তাদের অংশগ্রহণ দরকার।’
পলক বলেন, ‘বিতর্কের সব বিষয় হবে প্রযুক্তিনির্ভর। তরুণ বিতার্কিকদের বিতর্কের আইডিয়াগুলো গবেষণা করে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।’
তিনি জানান, দেশকে ১৬টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক প্রতিযোগিতা হবে। এতে অংশ নেবে ১৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৪ শতাধিক তরুণ বিতার্কিক। আগামী ফেব্রুয়ারি মাসের ২৫-২৬ তারিখ পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। পুরো প্রতিযোগিতায় দেশের ৫ হাজার তরুণ সম্পৃক্ত হবে।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক।
সভাপতিত্ব করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যামসুন্দর শিকদার।