সাভার প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ জুলাই) রাত ৯ টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার ওই ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমকিভাবে জানা গেছে।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করেছে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানা গেছে, শনিবার রাতে সরকার মার্কেট এলাকার ভুট্টুর মালিকানাধীন ঝুট গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় প্রাথমিকভাবে নিজস্ব উৎস থেকে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালানো হয়। কিন্তু আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী আরও কয়েকটি ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে।
এ সময় খবর দেওয়া হলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানিয়েছেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। আগুন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি জানিয়েছেন, তদন্ত না করে এই মুহূর্তে অগ্নিকাণ্ডের কারণ বলা সম্ভব নয়।