মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার হরিরামপুরে পদ্মানদীতে আব্দুর রাজ্জাক মল্লিক নামে এক মাঝিকে হত্যার দায়ে ৩ জনের ফাঁসির রায় ঘোষণা করেছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামের আমির মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৩), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পিরেরচর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২২) ও কার্তিক হাওলাদার।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন আব্দুস সালাম।
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ অক্টোবর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকার মাঝি আব্দুর রাজ্জাকের ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে ওই তিন আসামি। পদ্মায় ঘুরে এক পর্যায়ে তারা ওই মাঝিকে খুন করে নৌকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অবশেষে দুই বছর আগের ওই মামলার রায় ঘোষণা করা হলো।