স্টাফ রিপোর্টার: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সঙ্গীত গবেষক ড. করুণাময় গোস্বামীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ কাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
শনিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রে ড. করুণাময় গোস্বামীর অবদান স্মরণ করে বলেন, তার মৃত্যু এসব ক্ষেত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোক বার্তায় শেখ হাসিনা তার বিদেহী আত্মার মুক্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস’র নিজ বাসায় পরলোকগমন করেন ড. করুণাময় গোস্বামী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
করুণাময় গোস্বামীর আত্মীয় সৌরভ ভট্টাচার্য জানান, গত বৃহস্পতিবার থেকে তিনি জ্বরে ভুগছিলেন।
সদ্য প্রয়াত এই সংগীত গবেষকের মরদেহ রাজধানীর পান্থপথের শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আমেরিকা ও কানাডাপ্রবাসী তার দুই সন্তান ফিরলে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
১৯৪২ সালের ১১ মার্চ ময়মনসিংহের গোসাই চান্দুরা গ্রামে জন্ম নেয়া করুণাময় গোস্বামী বাংলা একাডেমি প্রকাশিত ‘সংগীত কোষ’র রচয়িতা। সংগীত নিয়ে তার অনেকগুলো বই রয়েছে।