অগ্রসর প্রতিনিধি : ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘নবাব’ ও ‘রাজনীতি’। দেশব্যাপী ‘নবাব’ ১২৯টি, ‘রাজনীতি’ প্রায় অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ঈদের দিন থেকেই ‘নবাব’ ও ‘রাজনীত’ ছবিটি দেখতে বেশিরভাগ প্রেক্ষাগৃহে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। ঈদের ছবির সাফল্যে বেজায় খুশি শাকিব খান। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে এ প্রতিবেদককে বলেন, ‘ঈদে আমার দুটি ছবিই দর্শকরা ভালোভাবেই উপভোগ করছে। দর্শকের ভালোবাসায় আমি মুগ্ধ। তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই।’
শাকিব খান আরো জানান, ‘লন্ডনে আমি শুটিংয়ের কাজে থাকলেও, আমার মনে পড়ে থাকত বাংলাদেশে। ঈদের সময়টাতে আমি নিজেই প্রেক্ষাগৃহে যাই। সিনেমাহলের বাইরে দর্শকের উল্লাস এবং প্রতিক্রিয়া দেখতে খুব ভালো লাগে।’
রাজনীতি প্রসঙ্গে শাকিব খান বলেন, এই ছবির নির্মাতা বুলবুল বিশ্বাস খুবই মেধাবী। তার গল্প বলার মধ্যে কারিশমা আছে। কারন, সে অনেক পরিশ্রম করেছে। এই ছবির সাফল্যের পুরো কৃতিত্ব আমি নির্মাতাকে দিতে চাই।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের দিন থেকে ‘নবাব’ ছবিটি আশাতীত ব্যবসা করেছে। ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া মনে করছেন গেল বছরের সুপারহিট ‘শিকারি’ ছবির রেকর্ড ভেঙ্গে ফেলবে!
এদিকে, ঢাকায় যমুনা ব্লকবাস্টারে ঈদের দিন থেকেই ‘রাজনীতি’ ছবির প্রতিটি শো ছিল হাউজফুল। ঢাকার বাইরের সিনেমাহল থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়ে ছবির নির্মাতা এবং প্রযোজক বলেন, রাজনীতি ছবির গল্পই দর্শক টানছে। আশা করছি, দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের এই ভিড় অব্যাহত থাকবে।
‘নবাব’ ছবিটি পরিচালনা করেছেন আবদুল আজিজ ও জয়দীপ মুখার্জি। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী। অন্যদিকে ‘রাজনীতি’ ছবিতে অভিনয় করেছেন শাকিব-অপু জুটি। বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিতে আরো অভিনয় করেছেন-আলীরাজ, আনিসুর রহমান মিলন, অমিত হাসান, শিবা শানু, সাবেরী আলম, রেবেকাসহ অনেকে।