ষ্টাফ রিপোর্টার- গত মাসে মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ হয়েছিল যে শিশুটি তাকে গত প্রায় তিন সপ্তাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেবার পর আজ তাকে তুলে দেয়া হয়েছে তার মায়ের কোলে। তার মা নাজমা বেগম একই হাসপাতালে চিকিৎসাধিন থাকলেও এতদিন তাদের আলাদা আলাদা ভাবে চিকিৎসা দেয়া হচ্ছিল।
আজ (রবিবার) দুপুরে তাদেরকে কেবিনে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক কাজল এই খবর নিশ্চিত করে বলেন, শিশুটির অবস্থা আগের চেয়ে বেশ ভাল, তাই তাকে কেবিনে দেয়া হয়েছে। তবে শরীরে গুলিবিদ্ধ হবার কারণে দীর্ঘমেয়াদী ক্ষতি হবার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। গত ২৩ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরায় ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে এক সংঘর্ষ চলাকালে মায়ের গর্ভে থাকা অবস্থায়ই গুলিবিদ্ধ হয় শিশুটি।
পরে জরুরী অস্ত্রোপচারের মাধ্যমে তাকে ভূমিষ্ঠ করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রথমদিকে এই নবজাতকটির কোনও নাম না থাকায় তাকে ‘বেবি অব নাজমা’ নামে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। পরে অবশ্য তার বাবা তার নাম রাখে সুরাইয়া। অবশ্য এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না শিশু সুরাইয়াকে। চিকিৎসকরা জানিয়েছেন, এ ব্যাপারে মেডিকেল বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নিতে হবে।