বিনোদন ডেস্ক :অবশেষ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেন্সর ছাড়পত্র পেল জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা নবাব ও বস টু। কোন ধরনের বাঁধাই আর রইলো না সিনেমা দুটির প্রচারে। গত বেশ কয়েকদিন ধরেই চলচ্চিত্র ঐ্ক্যজোটের আন্দোলনে বাঁধার মুখে পড়েছিল ছবি দুটি। তবে অবশেষে গতকালই সেন্সর ছাড়পত্র পেলো।
এর আগে বুধবার জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন পূর্বপশ্চিমকে জানান, আমরা একটু আগে জানতে পেরেছি ছবি দুটি প্রদর্শন শেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামীকাল (২২ জুন) আমরা সনদপত্র হাতে পেয়ে যাবো। আশা করছি, ঈদে ছবি দুটি মুক্তি পাবে। তিনি আরো জানান, সেন্সর বোর্ড বুধবার (২১ জুন) ‘বস-টু’ ও ‘নবাব’ ছবি দুটো দেখেছে। দেখার পর বোর্ডের সদস্যরা ছবি দুটিকে ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠনের সমন্বয়ে গঠিত‘চলচ্চিত্র ঐক্যজোট’অভিযোগ করে যে, ‘নবাব’ ও ‘বস-টু’ যৌথ প্রযোজনার নীতিমালা অনুসরণ করেনি। এ প্রসঙ্গে তারা তথ্যমন্ত্রণালয়ে একটি চিঠিও পাঠিয়েছিল। যাতে ছবি দুটি মুক্তি দেওয়া না হয়। । এছাড়া ছবি দুটির মুক্তি ঠেকাতে এফডিসি ও সেন্সর বোর্ডের সামনে অবস্থান কর্মসূচিও পালন করে তারা।