ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, যারা কোরানের আইন চাই, সৎ লোকের শাসন চাই বলে রাজপথে নামে তারা এক সময় ক্ষমতায় ছিল। তারা আরবী বিশ্ববিদ্যালয় করেনি।
তারা আলেমদের শিক্ষাকে সমমর্যাদা দেয়নি। যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে। শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়ে সারা দেশকে আলোকিত করছে। শুধু বিদ্যুৎ নয়, শিক্ষা, কৃষি, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে দেশ পরিবর্তন এনেছে। এগুলো যদি শেখ হাসিনার অবদান হয়, তাহলে আগামী নির্বাচনে শেখ হাসিনার প্রতিনিধিকে আপনারা নৌকায় ভোট দিয়ে আবার বিজয়ী করবেন।
তিনি আরো বলেন, আজকে আপনাদের যে বিদ্যুৎ উদ্বোধন করছি, সেটা আমাদের স্বাধীনতার সুফল। ইংরেজ আমলে, পাকিস্তানী আমলে এই এলাকার কেউ বিদেশ যেতে পারেনি। দেশ হয়েছিল বলে আপনার সন্তান, আপনার ভাই দেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে টাকা পাঠায়, চাকুরী করে। তাই স্বাধীনতার স্বপক্ষের দলের সাথে থেকে আপনাদের দেশ উন্নয়নে এক সাথে কাজ করতে হবে।
তিনি শুক্রবার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের চাড়ালপোতা গ্রামের ৯৯ টি পরিবারের মধ্যে বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চাড়ালপোতা মসজিদ প্রাঙ্গণে ডা. হবিবর রহমান হবির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর বর, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শিকদার মতিয়ার রহমান, বাঁকড়া ইউপির সাবেক চেয়ারম্যান ইবাদ আলী, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান ডা. আতাউর রহমান মিন্টু, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মাস্টার হেলালউদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক কাশেম আলী, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ, সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা জাহান আলী, বাঁকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, হাজিরবাগ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক শানা, আওয়ামী লীগ নেতা শামসুল হুদা গাজী, মাওলানা দিদার হোসেন, শংকরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল হক প্রমূখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক আবুল কাশেম।