গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ- ইমামগঞ্জ সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা মেরামতের কাজ করা হচ্ছে। ১নং ইট ব্যবহার না করে রাবিশ ইটের খোঁয়া ও মাটি মিশানো বালু দিয়ে চলছে রাস্তা মেরামতের কাজ।
অদৃশ্য কারণে সংশ্লিষ্টদের কোন তদারকি নেই বলে এলাকাবাসী অবিযোগ করেছে। রংপুর বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে ৩.৬ কিলোমিটার দৈর্ঘ্য মীরগঞ্জ-ইমামগঞ্জ সড়ক মেরামতের জন্য অভিযাত্রী কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৮৪ লক্ষ ৫৮ হাজার টাকায় রাস্তাটি মেরামত করার জন্য চুক্তি করে। ২০১৬ সালের নভেম্বর মাসে কাজটির চুক্তি হলেরও রাস্তা মেরামতের কাজ শুরু করেন চলতি বছর। রাবিশ ইটের খোঁয়া ও মাটি মিশানো বালু দিয়ে রাস্তা মেরামতের কাজ চলছে ধীর গতিতে।
নিম্নমানের কাজের জন্য এলাকাবাসী প্রতিবাদ করলে ঠিকাদারী প্রতিষ্ঠানটি রাস্তার কাজ বন্ধ করে দেয়। এলাকাবাসী জানান নিম্নমানেরর নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা মেরামত করা হচ্ছে। এবিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীর নিকট অভিযোগ করা হলেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি তিনি। দীর্ঘদিনেও রাস্তাটি মেরামত না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে। এলাকাবাসী এব্যাপারে উদ্ধর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ করেন।