বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার আমতলী এ.কে পাইলট হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী সুমাইয়া (১২)’কে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে সুমাইয়ার পল্লবীর বাসায় এসে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক সুমাইয়ার হাতে তুলে দেন বরগুনা জেলা আওয়ামী লীগ এর সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশন পটুয়াখালী ও বরগুনা জেলা শাখার সমন্বয়কারী আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান।
এ সময় আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ কাদের মিয়া, পটুয়াখালী জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোল্লা নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ রফিকুল ইসলাম, আইন উপদেষ্টা এ্যাড. আবু ইউসুফ পাশা এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
রাজমিস্ত্রী শামীম হাওলদার এর মেয়ে সুমাইয়া ভাড়াটিয়া বাসার ছাদে খেলতে গিয়ে ২০১৬ সালের মার্চ মাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সুমাইয়ার বাম পা ও বাম হাত সম্পূর্ণ পঙ্গু হয়ে যায়। প্রধানমন্ত্রী বরাবর সুমাইয়ার বাবা সাহায্যের জন্য আবেদন করলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।