নকলা (শেরপুর) প্রতিনিধি : সড়ক ও জনপদ বিভাগ ৪টি বড় সড়ক ৬টি মাজারি ও ছোট সড়ক নির্মাণে সরকারের বরাদ্দ পেয়েছেন ৭৯৮ কোটি টাকা। পরিকল্পনা ও কমিশন প্রতিমন্ত্রী আ.খ.ম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর একনেক বৈঠকে বুধবার এসকল প্রকল্পগুলি পাস করেন। সড়কগুলির মধ্যে ঢাকা, ময়মনসিংহ সড়কের, ভালুকা অংশ, কিশোরগঞ্জের সড়ক, ফুলবাড়িয়া সড়ক, নেত্রকোনা সড়ক, জামালপুর, শেরপুর ভায়া বনগা সড়ক এর আওতাভুক্ত রয়েছে।
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ সব সড়কের উন্নয়নমূলক কাজগুলো আগামী অর্থবছরের জুলাই মাসের মধ্যে সমাপ্ত করা হবে। সড়ক ও যোগাযোগ যুগ্মসচিব আজহারুল ইসলাম খান বলেন, একনেকের বৈঠকে চারটি বড় সড়ক অনুমোদন করেছে। এসকল সড়কগুলি আগামী অর্থ বছরে সম্পন্ন করা হবে। শেরপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা বলেন, সরকারের উন্নয়নের অংশ হিসেবে সড়ক নির্মাণের কাজ সমাপ্ত হলে দেশের মানুষের প্রাত্যহিক জীবন জীবিকার মান অনেক বেড়ে যাবে।
সিনিয়র এসডি মাসুদ মাহমুদ সুমন বলেন, ইতিপূর্বে শেরপুর জেলার নকলা নাকুগাঁও সীমান্ত সড়ক উন্নয়নের ফলে দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা উন্নত হয়েছে। এসডি মাইদুল ইসলাম বলেন, শেরপুরের দুটি সড়ক মানুষের যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে।
২০১২ থেকে ২০১৬ সন পর্যন্ত শেরপুরের ৪০৪ কোটি টাকার উন্নয়নমূলক কাজ শেষ হয়েছে। শেরপুরের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা বলেন, সীমান্ত সড়ক উন্নয়নমূলক কাজ শতভাগ সমাপ্ত হয়েছে। নকলা নাকুগাও সড়ক ৯৮ ভাগ সমাপ্ত হয় বর্তমানে সারে ১২ কিলোমিটার নুন্নী বাড়মারী সড়কের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে এতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা। সড়ক ও জনপদ বিভাগ শেরপুরের সিনিয়র এসডি মাসুদ মাহমুদ সুমন বলেন, এশিয়ান কালেক্টিভিটি শেরপুর সীমান্ত সড়ক উন্নয়নের ফলে শেরপুরবাসীর যোগাযোগে ভাগ্য দুয়ার খুলে গিয়েছে।