ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : সোমবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে দেশসেরা যশোরের জেলা প্রশাসক ড.মোঃ হুমায়ুন কবীরকে বিদায় সংম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক ড. মোঃ হুমায়ুন কবীর।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, এডিসি (রাজস্ব) মুহাম্মদ রেজায়ে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ পাভেল চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, থানার অফিসার কর্মকর্তার প্রতিনিধি এসআই ইনামুল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ চন্দ্র মন্ডল, ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন রেজা, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, জেডিও সংগঠনের নির্বাহী পরিচালাক মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিপ্রা রাণী ঘোষ। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক তার চাকরী জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, চাকরীতে আশার পূর্বে আমি ও আমার বন্ধুরা ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চাকরীতে যোগদান করি।
বাস্তব জীবনের দিকে লক্ষ্য দিয়ে তিনি বলেন, আমরা যারা গ্রামের থেকে শহরে লেখাপড়া বা কাজের সন্ধানে যাই তাদেরকে দেখে শহরের দামী গাড়িচড়া ব্যক্তিরা ‘গ্রাম্য’ বলে অবহেলা করতো। আর যারা অবহেলা করতো তারা কিন্তু ভালো স্থানে উঠতে পারেনি। মানুষের স্বপ্ন মানুষের লক্ষে পৌছে দেয়। আমরা সেই স্বপ্ন ঠিক ভাবে দেখতে জানি না। আমাদের স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দিতে হবে। যারা স্বপ্নকে ঘিরে বাস্তবে কাজ করতে পারেনা আমি তাদেরকে ছেড়ে নিজের মত করে সবাইকে আপন মনে করে কাধে কাধ মিলিয়ে আপনাদের সেবা করেছি। আপনার সহযোগীতা পেয়েছি বলেই আজ আমি দেশসেরা জেলা প্রশাসক হতে পেরেছি। যার সকল কৃতিত্ব আপনাদের। আমি আপনার পাশে ছিলাম, আগামীতেও থাকবো।