অগ্রসর রিপোর্ট : আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আজ সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি’র পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এ ঘোষণা দেন।
মহিমান্বিত এ রাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শবে বরাত অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকল্পে এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার নিরাপত্তার স্বার্থে এ ঘোষণা দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।