বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রবাহমান খালের অবৈধ বাধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে সদর উপজেলার ডেমা ইউনিয়নের হজির ব্রিজ সংলগ্ন ওই বাধ কেটে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুল হাফিজ।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাধটি অপসারণ করেন বলে নির্বাহী কর্মকর্তা জানানা। তিনি বলেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ওই খালে বাধ দিয়ে জোর করে মাছ চাষ করে আসছে। এতে জলাব্ধতার সৃষ্টি হয়ে চরম ক্ষতির সম্মুখিন হয় ওই এলাকার সাধারন মানুষ।
হুজির খালে যারা অবৈধভাবে বাধ দিয়ে মাছ চাষ করেছিল তাদের ৭দিন সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে বাধ পুরোপুরি অপসারণ না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন হজির খালের বেশ কয়েটি শাখা খালে বাধদিয়ে মাছ চলছে তাদেরকে ৭দিন সময় দেয়া হলো যদি তারা নিজেরা এই বাধ অপসারন না করেন তা হলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
ক্ষতিগ্রস্থ এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালী একটি মহল দির্ঘদিন ধরে হজির খালসহ আশপাশের আরো কয়েকটি খালে অবৈধ ভাবে বাধ দিয়ে মাছ চাষ করে আসছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষি জমিসহ ফসলের চরম ক্ষতি হচ্ছে। এই বাধ অপসারনের সাথে সাথে এই খালের উৎস মুখের অন্যান্য বাধ অপসারণ করার জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছে।