জিডিতে শাওন বলেন, ‘গত দুই-তিন দিন ধরে বান্টি মীর নামের এক ব্যক্তি আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। এমনকি ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমেও তিনি মিথ্যে গল্প ছড়াচ্ছেন আমার বিরুদ্ধে। এমনকি আমাকে জীবননাশেরও হুমকি দিয়েছেন। এগুলো আমার জন্য বিব্রতকর এবং আতঙ্কের বিষয়। বান্টি মীর নামের কারো সঙ্গে আমার কখনো কোনো পরিচয় ছিল না। আমি এ ব্যক্তি সম্পর্কে জানিও না। ভিডিও লাইভের মাধ্যমে যেসব কথা তিনি আমার বিরুদ্ধে প্রচার করে আসছেন সেসবের কোনো সত্যতা নেই।’
গণমাধ্যমকে শাওন বলেছেন, ‘বান্টি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ডুব ইস্যুকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন মীর। এসব এখন ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, যার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হোক।’
শাওনকে হুমকি: ধানমন্ডি থানায় জিডি
আজ শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘মেহের আফরোজ শাওনের জিডি নম্বর ১১৮৪। একজন কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’