অগ্রসর রিপোর্ট : রাজধানীর ডেমরায় রেড চিলি চায়নিজ রেস্তোরাঁয় আজ বুধবার গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- ফারুক, বিল্লাল মোল্লা, হারুন, চান মিয়া ও পিচ্চি। দগ্ধ সবাই ওই রেস্তোরাঁর বাবুর্চি। তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ বিল্লাল জানান, ওই চায়নিজ রেস্তোরাঁয় আজ সন্ধ্যার একটি অনুষ্ঠানের জন্য বাবুর্চি বাবুল মিয়ার তত্ত্বাবধানে এই ৫ জন রান্নার কাজ করছিলেন। গ্যাস পাইপলাইনে হঠাৎ আগুনের ফুলকি ছুটে আসে। এতে ৫ জনই দগ্ধ হন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে ফারুকের শরীরের ৬৩ শতাংশ ও চান মিয়ার শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। এই ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকাল ১০টার দিকে অগ্নিদগ্ধদের হাসপাতালে আনা হয়েছে। তাদের বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।