সূর্যসেন হলের প্রাধ্যক্ষ এ এস এম মাকসুদ কামাল জানান, ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী ও শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে হলের ৩১৩, ৩১৪, ৩১৫, ১০১ নম্বর রুমে অভিযান চালানো হয়। এসময় ৩১৩ নম্বর রুম থেকে পাঁচজন বহিরাগত, ৩১৪ কক্ষ থেকে একজনকে আটক করা হয়। এ দুই কক্ষে ডেটোনেটর, খেলনা পিস্তল ও ইয়াবার খোসা পাওয়া গেছে।
এরপর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরেফিন সিদ্দিক সুজনের কক্ষে তল্লাশি চালিয়ে চাপাতি, চাইনিজ কুড়াল ও ইয়াবার খোসা পাওয়া যায়। এছাড়া ১০১ নম্বর কক্ষ থেকে আরেকজন বহিরাগতকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, আটকরা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে। এছাড়াও এদের কয়েকজনের বিরুদ্ধে মামলাও আছে।