২ চামচ মেথি
১/২ কাপ নারকেল তেল
১ চামচ অলিভ অয়েল
১০-১২টি কারিপাতা
যেভাবে তৈরি করবেন:
১। একটি পাত্রে নারকেল তেল নিয়ে গরম করুন কিছুক্ষণ।
২। গরম হয়ে আসলে এতে মেথি দিয়ে জ্বাল দিন। মাথি কালো হয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করুন।
৩। এরপর এতে অলিভ অয়েল দিয়ে ভালো করে নাড়ুন।
৪। এতে ১০-২০ টি কারিপাতা দিয়ে জ্বাল দিতে থাকুন। কারিপাতা কালো এবং তেল বাদামী রং হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৫। তেলটি ঠান্ডা হতে দিন কিছুক্ষণ। এরপর কারিপাতাগুলো গুঁড়ো করে দিন। আবার জ্বাল দিন।
৬। এরপর এটি নামিয়ে চুলে ব্যবহার করুন। একদিন পর পর তেল ব্যবহারের চেষ্টা করুন।
কার্যকারিতা:
কারিপাতায় প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন এবং প্রোটিন রয়েছে। যা চুল পড়া রোধ করে চুলের ঘনত্ব বৃদ্ধি করে। এছাড়া অ্যামিউনো অ্যাসিড চুলকে স্বাস্থ্যকর করে তোলে। এছাড়া কারি পাতার অ্যান্টি অক্সিডেন্ট উপাদান খুশকি দূর করতে সাহায্য করে। মেথিতে রয়েছে ভিটামিন বি যা চুল পাকা রোধ করে। আগা ফাটা রোধ করে ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তোলে এই তেলটি। নিয়মিত ব্যবহারে দ্রুত পার্থক্য দেখতে পারবেন।