বাংলাদেশ চা বোর্ডের চা ব্যবস্থাপনা কোষের জেনারেল ম্যানেজার মো: শাহজাহান আকন্দ জানান, গত চা উৎপাদন মৌসুমে (২০১৫) দেশে চা উৎপাদন হয়েছিল ৬৭.৩২ মিলিয়ন কেজি। যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ চা উৎপাদন। কিন্তু সর্বকালের এ রেকর্ড ভেঙ্গে এবার চা উৎপাদন হয়েছে ৮৫.০৫ মিলিয়ন কেজি। চা-বোর্ড সূত্র বলছে, অনুকূল আবহাওয়া ও পরিবেশ, প্রয়োজনীয় বৃষ্টিপাত, সঠিক তাপমাত্রা, রেডস্পাইডারসহ পোকা মাকড়ের আক্রমণ তেমন না থাকা ও খরার কবলে না পরার কারণে এবার দেশে রেকর্ড চা উৎপাদন হয়েছে। যা দেশের চা-শিল্পের ইতিহাসে এবং ১৬২ বছরের মধ্যে সর্বোচ্চ চা উৎপাদন। শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো: হারুনুর রশিদ জানান, গত বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত শ্রীমঙ্গলের চা শিল্পাঞ্চলে ২৪৮৭ মি: মি: বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ছিল চা শিল্পের জন্য খুবই ইতিবাচক।
এবার সর্বকালের সর্বোচ্চ রেকর্ড চা উৎপাদনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই কর্মকর্তা আরো বলেন, অনুকূল আবহাওয়া ছাড়াও চা জমির সম্প্রসারণ, আনুসাঙ্গিক সরঞ্জামাদির পর্যাপ্ততা, সময়মত সার ও কীট নাশক প্রাপ্তি, পোকামাকড়ের আক্রমন না থাকা, খরার কবলে না পড়া, ক্লোন চা গাছের ব্যবহার বৃদ্ধি ও সর্বোপরি চা বোর্ডের নজরদারির কারণে এবার দেশে সর্বোচ্চ চা উৎপাদন হয়েছে।