এই কমিটির অন্য সদস্যরা হলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যারিস্টার শফিক আহমেদ, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, মো. রশিদুল আলম, অ্যাম্বাসেডর মো. জমির, অ্যাডভোকেট মো. আবদুল বাসেত মজুমদার, সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি ও আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু।
আওয়ামী লীগ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়ন করে সংগঠনের সভাপতি শেখ হাসিনার কাছে উপস্থাপন করবেন।
গত ১৮ ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেন। প্রথমেই তিনি কথা বলেন বিএনপির সঙ্গে। এরপর নিবন্ধিত বিভিন্ন দলের সঙ্গেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি তিনি ডাকেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আওয়ামী লীগের কতজন অংশ নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। কারা কারা এই সংলাপে যাবেন, আওয়ামী লীগ রাষ্ট্রপতির কাছে কোন দাবি বা প্রস্তাব তুলে ধরবেন আজকের বৈঠকে এসব ব্যাপারে আলোচনা হয়েছে।