অগ্রসর রিপোর্ট : বহুদিন কোনো সিনেমার সঙ্গে নেই বাংলা চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা পপি। মাঝখানে কয়েকটি সিনেমায় তার অভিনয়ের কথা শোনা গেলেও পরে আর তার খোঁজ জানা যায়নি। তবে হুট করেই আবারও খবরের শিরোনাম হলেন এই আবেদনময়ী অভিনেত্রী!
তবে এবার কোনো সিনেমায় অভিনয়ের খবর হয়ে শিরোনাম হননি পপি, বরং প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলার খবর হয়ে সংবাদে এলেন তিনি।
বিনোদনের জনপ্রিয় অনলাইন ঢালিউড২৪.কম-এ প্রকাশিত ‘চিত্রনায়িকা পপির বিরুদ্ধে প্রতারণার মামলা’ নামের একটি সংবাদ প্রকাশ হয়। সেখানে বলা হয়, গত বছর ‘দি আমেরিকান ড্রীম’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পপি। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জসীম উদ্দিন। ছবিটি নির্মিত হচ্ছে সীন সিনারি প্রডাকশনের ব্যানারে। আর এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েও অভিনয় না করায় মামলা করেন ছবির নির্মাতা।
পপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গত ২২ ডিসেম্বর মামলা করেন নির্মাতা। ৪০৬/৪২০ ধারায় মামলাটি হয়েছে। মামলা নং ৩৪৪/১৬। পরিচালক জসীম উদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে মামলাটির আম-মোক্তার সীন সিনারি প্রডাকশনের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভুঁইয়া।
মামলার অভিযোগে বলা হয়,‘চিত্রনায়িকা পপি ‘দি আমেরিকান ড্রীম’ ছবিতে অভিনয়ের জন্য ১/১০/২০১৫ তারিখে ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দুলক্ষ টাকা সম্মানী গ্রহণ করেন। কিন্তু ছবিটির শুটিংয়ের সিডিউল চেয়ে পপির সঙ্গে বারবার যোগাযোগ করা হলে পপি সিডিউল দেননি এবং যোগাযোগও করেননি। সম্মানীর অর্থ ফেরত চেয়ে পপিকে উকিল নোটিস পাঠানো হলে, পপি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান’।
এমন অভিযোগের পর চিত্রনায়িকা পপির মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ফল হয়নি। অন্যদিকে এই মামলার আইনজীবী গোলাম সাবের চৌধুরী জানান, আসছে ১ ফেব্রুয়ারি মামলাটির সমনজারি হবে। ওইদিন মামলার আসামী আদালতে হাজির না হলে তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে।
বাংলাদেশের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভনেত্রী পপি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন। এ পর্যন্ত তিনি মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছেন।