একই সঙ্গে দর বাড়ছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এ সময় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে।
সরকারের ইতিবাচক মনোভাব ও স্টেক হোল্ডারদের নানামুখী তৎপরতায় স্বাভাবিক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। এই ইতিবাচক ধারাকে স্বাভাবিক মনে করছেন অর্থনীতিবিদ ও বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০ পয়েন্টে অবস্থান করছে।
এ ছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। প্রথম আধা ঘণ্টায় মোট ২৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৭৫টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বেলা ১১টায় সার্বিক সূচক সিএসসিএক্স ২৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া সিএসই৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৮ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় সিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ৮৩টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর।