গবেষণার ফলাফল সম্পর্কে এর প্রধান গবেষক ডাক্তার কেইনি বলেছেন, ইবোলার সংক্রমণের বিরুদ্ধে এখন আর আমরা অসহায় নই। আমরা এখন এই খারাপ ভাইরাসটিকের হটিয়ে দিতে সক্ষম হবো। উল্লেখ, ২০১৩ সালের শুরুতে এই ভাইরাস দেখা দেয়। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে এটি আফ্রিকার কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। সিয়েরালিওন, লাইবেরিয়া, গায়নায় ইবোলা আঘাত হানে বেশি।
২০১৬ সাল পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় হাজের খানেক লোক মারা গেছে।
ভাইরাস ইবোলা নিয়ে চিন্তিত বিশ্ববাসী, উদ্বিগ্ন বিশ্ব নেতারাও। ভাইরাসকে প্রতিরোধে বিশ্বের প্রতিটি দেশেই জারি করা হয়েছে সতর্কতা। আতঙ্কের এই অবস্থায় ২০১৪ সালের নভেম্বর মাসে প্রথম কানাডা গবেষকরা এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের ঘোষণা দেয়।