তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে আমাদের পার্টি অংশ (নাসিক নির্বাচন) নিয়েছে সেটা আশা করি সেটা নির্বাচনী রেজাল্টে আপনারা পাবেন। নারায়ণগঞ্জে নির্বাচনের যে বাতাস এখন বইছে, নৌকার পালে যে হাওয়া লেগেছে সেটা সব মানুষের মুখে মুখে। এখানে (নারায়ণগঞ্জে) আমাদের তিনটি বিষয় রয়েছে তা হলো আমাদের প্রার্থী জনপ্রিয়। দ্বিতীয়ত সেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের জোয়ার আছে। আর আমাদের সাংগঠনিক শক্তি। এ তিনটির সমন্বয়ে নৌকার পাল্লাটাই ভারী, সেটাই আমার মনে হয় সবাই স্বীকার করবে।
নগরীতে নীরব বিপ্লব হতে পারে বলে বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নীরব বিপ্লব হলে তা নৌকার পক্ষেই হতে পারে।
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের একটি অংশ আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ আছে- এ বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রার্থী হচ্ছে সেলিনা হায়াৎ আইভী, শামীমকে তার প্রতিদ্বন্দ্বী ভাবা হয়। নৌকাকে বিজয়ী করার জন্য সবাই যে ঐক্যবদ্ধ এটার বড় প্রমাণ হচ্ছে শামীম প্রেস করফারেন্স করে দ্বিধা সংশয়ের অবসানে শেষ পর্যন্ত আইভীকে একটা শাড়িও উপহার দিয়েছেন। যেটা পরের দিন গণসংযোগের সময় আইভী পরেই গণসংযোগ করেছেন। এখানে তো আর বলার কিছু থাকে না। আওয়ামী লীগ একটি বড় দল সেখানে তো ছোটখাটো বিরোধ থাকতেই পারে। কিন্তু নির্বাচনের ব্যাপারে আমি জানি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।