তিনি আরও জানান, বাংলাদেশি নাগরিকদের একটি বড় অংশ ভারতে চিকিৎসা করাতে আসেন। তাদের মূল গন্তব্য থাকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু৷ ঢাকা থেকে সড়ক-রেল ও বিমান যোগে সরাসরি কলকাতা পৌঁছে যান বাংলাদেশি নাগরিকরা। অনেকে কলকাতা থেকেই চেন্নাইতে চিকিৎসার জন্য যান। এছাড়া রয়েছে আত্মীয়দের সঙ্গে দেখা করার বিষয়টি। ফলে ঢাকার ভারতীয় দূতাবাসে বাংলাদেশিদের ভিড় লেগেই থাকে। অভিযোগ, ভিসা পেতে বিস্তর সমস্যা হচ্ছে। এতে বাড়ছে দালাল চক্র এবং বেশি টাকা খরচ করার মতো অভিযোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ভারতের সঙ্গে পর্যটনের উন্নয়নের বিষয়ে আরও আলোচনা চলছে।