অগ্রসর রিপোর্ট : ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ২ দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিরক্ষামন্ত্রী প্রতিনিধি দলসহ ঢাকায় পৌঁছান।
এ প্রতিনিধি দলে ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরাসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা রয়েছে।
কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতিসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করবেন প্রতিরক্ষামন্ত্রী। আগামী ১৮ ডিসেম্বর ৩ দিনের সফরে নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
ঢাকা সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। এ ছাড়া প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের (অব.) সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন।