রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। তিনি ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর উন্নয়ন অব্যাহত রাখতে আন্তরিক প্রচেষ্টা চালাতে তিন বাহিনী প্রধানগণের প্রতি আহবান জানান।
বৈঠকে তিন বাহিনী প্রধানগণ তাদের নিজ নিজ বাহিনীর কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা রাষ্ট্রপতিকে বলেন, সশস্ত্র বাহিনী ফোর্সেস গোল-২০৩০ এর অধীনে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক হামলা চালায়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছর এ দিনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়।