আগের কয়েক দফায় স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের জয় নির্ধারণ, আইনি জটিলতা এবং বেশ কিছু শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সোমবার।
এক্ষেত্রে স্থগিত কেন্দ্রের জন্য ২০২টি ইউপি, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের ৬৫টি ইউপি, আইনি জটিলতায় স্থগিত ৩০টি ইউপি, আগের তফসিল থেকে বাদ দেয়া ২৭টি ইউপি এবং ৬৯টির শূন্য পদে বিভিন্ন ইউপিতে ভোটগ্রহণ চলছে।
এদিকে, এসব ইউপির মধ্যে বিলুপ্ত ২২টি ছিটমহলেও প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ নির্বাচন সুষ্ঠু করতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব রকমের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, ‘নতুন তফসিলে ভোট এবং নানা জটিলতায় স্থগিত কেন্দ্রে পুনঃভোটসহ কয়েকটি ক্যাটাগরির নির্বাচন সোমবার হচ্ছে। ২২টি বিলুপ্ত ছিটমহলেও এ দফায় ভোট রয়েছে।’
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে ঝঁকিপূর্ণ এলাকায় পুলিশ সদস্য বাড়ানো হয়েছে; অনেক এলাকায় রয়েছে বিজিবি।
ইসি সচিব মুহাম্মদ আবদুল্লাহ বলেন, গত মার্চ-জুনে শেষ হওয়া ৬ ধাপের ইউপি নির্বাচনের পর এবার ভোট হচ্ছে এসব ইউপিতে। আর বিলুপ্ত ছিটমহলে প্রথমবারের মতো ভোটকে ‘মাইলফলক’।
ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার সময় সাড়ে তিনশ স্থগিত কেন্দ্রের ২০২টি ইউপি, সমঃভোটপ্রাপ্ত প্রার্থীদের ৬৫টি ইউপি, মামলা ও বিভিন্ন কারণে স্থগিত ৩০টি ইউপি, আগে তফসিল করে বাদ দেয়া ২৭টি ইউপি এবং বিভিন্ন সময়ে ৬৯টির শূন্য পদে নির্বাচনের জন্য সোমবার দিন রাখে কমিশন। পরে আদালতের আদেশ ও নানা জটিলতায় এ তালিকা থেকেও একডজনের বেশি ইউপি বাদ পড়ে।
গত ৬ ধাপের ইউপি নির্বাচনে প্রায় সাড়ে তিনশ’ ভোটকেন্দ্র স্থগিত হয়, ৬৫টি ইউপির ৯৫টি কেন্দ্রে একাধিক প্রার্থী সমভোট পায়; বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট ২২ ইউপি ও দেশের বিভিন্ন জেলায় মেয়াদ শেষ হওয়া আরও ৬০টি ইউনিয়নে নতুন তফসিলে ভোট হচ্ছে। এর বাইরে শূন্য পদে উপনির্বাচনও হচ্ছে সোমবার।