দলের ২০তম জাতীয় সম্মেলনের পর নতুন সম্পাদকদের নিয়ে আজ বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে প্রথম সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। তাতে সভাপতিত্ব করেন দলের ওবায়দুল কাদের। আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে সফল করার জন্য বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
জেল হত্যা দিবসের কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, দলের পক্ষ থেকে ৩ নভেম্বর সকালে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তিনি আমাদের ফিউচার লিডার। ফিউচারে অবশ্যই এ বিষয়ে সময় মতো বিবেচনা করা হবে। আমরা মঞ্চেও অনেকে তাকে বলেছি আপনি অন্তত কেন্দ্রীয় কমিটিতে থাকেন।
“জবাবে জয় বলেছেন, আমি বিদেশে থেকে কেন্দ্রীয় কমিটিতে কি করে থাকবো। আরও একটা তিনি বলছেন আমাকে; আমাকে (জয়) তারেক জিয়া বানাবেন না।”
আগামীকাল বৃহষ্পতিবার বনানী কবরস্থানে জাতির জনকের সহধর্মীনি বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কবরে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগের নতুন কমিটি।