গতকাল শনিবার সম্মেলন ঘিরে গোটা শহর মুখরিত ছিলো মিছিলের পর মিছিলে আর দলীয় নেতাকর্মীদের মাঝে ছিলো উৎসবের আমেজ। বগুড়া জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মুল দর্শন জনগনের ক্ষমতায়ন। জনগনের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করছেন। যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি মেধাভিত্তিক যুক্তিবাদী ও মূল্যবোধ সম্পন্ন যুব সমাজ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
বগুড়া জেলা যুবলীগের বিদায়ী সভাপতি মঞ্জুরুল আলম মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সাংসদ আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু ও যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসীম পাভেল। সাংগাঠনিক রিপোর্ট পেশ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।
এছাড়া যুবলীগের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে শোক প্রস্তাব পেশ এবং সাংগঠনিক রিপোর্ট পাঠ করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে দলে দলে নেতা-কর্মীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। সন্মেলন ঘিরে গোটা শহরে বিশেষ নিরাপত্তা গ্রহণ করে নিরাপত্তা বাহিনী।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।