জানা গেছে, ‘বাবা জয় গুরুদেব’ সভা চলাকালীন ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পায়ের চাপে মৃত্যু হয় অনেকের। মর্মান্তিক দুর্ঘটনার পরই নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানাল উত্তরপ্রদেশ সরকার। নিহতদের জন্য পরিবার পিছু ২ লক্ষ টাকা ও গুরুতর আহতদের জন্য পরিবার পিছু ৫০ হাজার টাকা দেওয়া হবে। জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সরকার।
এর আগে ২০১৪ সালে পাটনায় পদদলিত হয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছিলো। নিহতের মধ্যে ছিলো ২৫ জনই নারী ও শিশু। স্থানীয় গান্ধী ময়দানে অনুষ্ঠিত দুর্গাপূজা দেখতে হাজার হাজার মানুষ জড়ো হলে এ ঘটনা ঘটেছিলো।