অগ্রসর রিপোর্টঃএখন বাজারে প্রচুর আনারস পাওয়া যায়। আনারসে আছে প্রচুর ভিটামিন সি এবং ফাইবার যা গরমে ত্বক ও দেহের জন্য উপকারী। চলুন জেনে নিন আনারসের শরবত বানানোর উপায়
উপকরণ
- আনারস ২০০ গ্রাম
- বিট লবণ সামান্য
- চিনি স্বাদমত
- বরফ কুচি
- পুদিনা পাতা
যেভাবে করবেন
আনারস ছিলে টুকরো করে নিতে হবে। এবার আনারস টুকরো, বিট লবণ, চিনি, পুদিনা পাতা দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। ইচ্ছা করলে সামান্য পানিও দিতে পারেন।
ব্লেন্ড করা হলে শরবতটি ছেকে শুধু রস ২০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। এরপর ফ্রিজ থেকে বের করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার ঠাণ্ডা ঠাণ্ডা আনারসের শরবত।