নিজস্ব সংবাদদাতা- বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়া বিলুপ্ত ছিটমহল এলাকায় দ্রুত উন্নয়ন প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে মঙ্গলবার এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সব কথা বলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ায় উল্লাস করেছে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া সাবেক ছিটমহলবাসী। তারা এখন আমাদেরই অংশ। তাদের তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী আমরা এখন কাজ করবো।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ছিটমহলের মানুষের জন্য দ্রুত প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে রাস্তাঘাট, কমিউনিটি ক্লিনিক, উপাসনালয় এবং বিদ্যুৎ সুবিধা দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এ ক্ষেত্রে তিন মাসের মধ্যে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে, মঙ্গলবারের সভায় বর্তমানে যেখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়, সেখানে সচিবালয় স্থানান্তরের ব্যাপারেও সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে বাণিজ্য মেলার জন্য নতুন স্থান নির্ধারণ করা হবে পূর্বাচলে।
পরিকল্পনামন্ত্রী জানান, মেলা স্থানান্তরের জন্য চীন অনুদান দিচ্ছে। পূর্বাচলে আধুনিকমানের মেলার জন্য স্থায়ীভাবে স্থান তৈরি করা হবে। সেখানে ক্রেতা ও বিক্রেতাদের জন্য স্থাপন করা হবে একটি প্লাটফর্ম। ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনাসচিব সফিকুল আজম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম।