সরিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে
অগ্রসর প্রতিবেদক : রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় তোপের মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগের পর অপসারণ করা হচ্ছে ব্যাংকের দুই ডেপুটি গভর্নরকে।
তারা হলেন- মো. আবুল কাসেম ও বেগম নাজনীন সুলতানা।অর্থমন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করছেন।
ড. আতিউর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তীকালীন গভর্নর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল ব্যাংকটির ডেপুটি গভর্নর-১ মো. আবুল কাসেম। অপরদিকে নাজনীন সুলতানা বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।