অগ্রসর প্রতিবেদক :”এই বাংলায় বার বার র্বগী দিয়েছে হানা-বাঙালীর সম্পদ লুটে গড়েছে বালাখানা’’-বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও সুরকার আবু বকর এর লেখা ও সুর করা এই গানটি ৩ বছর আগে বিটিভিতে গেয়েছেন দেশ বরেন্য কন্ঠশিল্পী শাম্মি আকতার ।মহান স্বাধীনতা যুদ্ধের পট ভূমিতে রচিত এই গানটি ইতিমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ৩ বছর পর এই গানটি নতুন করে গাইলো এপ্রজন্মের শিশু শিল্পী আনিসা আনজুম। গানটি ১৪ মার্চ সোমবার সকাল ১০.০৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর বৃত্তের বাইরে অনুষ্ঠানে প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন, বিটিভির প্রযোজক মোঃ খলিলুর রহমান। গ্রন্থনা করেছেন ফয়জুল্লাহ সাইদ। আর অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী মোঃ আজিজ চৌধুরী। এখানে উল্লেখ্য আনিসা আনজুম এর গাওয়া প্রথম গানটি প্রচারিত হয় ২০১৪ সালের ১৯ অক্টোবর। বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক শাহীদা আমীনের প্রযোজনা ও শামসুল হুদার গ্রন্থনায় নির্মিত এই অনুষ্ঠানে সাত বছর বয়সী আনিসা আনজুম মাকে নিয়ে গাওয়া গানটি পরিবেশন করেন। গানটির গীতিকার ও সুরকার, ছিলেন তার বাবা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও সুরকার, ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক নয়াবার্তা পত্রিকার সম্পাদক আবু বকর। এরই মধ্যে আনিসা বিটিভিতে পরিবেশন করেছে ১১টি গান। এই ১১টি গানের মধ্যে ১০টি গান লিখেছেন ও সুর করেছেন তার বাবা আবু বকর। এবারের গানটিও লিখেছেন ও সুর করেছেন তার বাবা। আনিসা আনজুম রাজধানীর কাকরাইলের উইল্স লিট্ল ফাওয়ার স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
আনিসা আনজুমের মা দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার আনোয়ারা পারভীন জানান, আনিসার প্রথম এ্যালবামের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন আনিসার সংগীত গুরু সংগীত শিল্পী আলম মাহমুদ। এরই মধ্যে এ্যালবামের ৯টি গানের কাজ শেষ হয়েছে। সবকটি গান লিখেছেন ও সুর করেছেন তার বাবা আবু বকর।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।