ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ওই অনুষ্ঠানে পরিবারের নানা কথা উঠে আসে কঙ্গনার আলোচনায়। এক পর্যায়ে অকপটে বলে যান তার জীবনের কথা। তিনি যে মা-বাবার অনাকাঙ্ক্ষিত সন্তান সে বিষয়েও খোলাখুলি কথা বলেন কঙ্গনা।
কঙ্গনা বলেন, বাবা মা-য়ের কাঙ্ক্ষিত সন্তান ছিলাম না। আমার জন্মের আগেই বাবা-মা জানতে পেরেছিলেন,তাদের কন্যা সন্তান হতে চলেছে। আর তখনই আমাকে জন্ম দেওয়ার ব্যাপারে দ্বিধায় পড়েন তারা।
তারকা অভিনেত্রী কঙ্গনা জানান, তার জন্মের আগেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তার মা। তাই পরিবার চায়নি আবারও একটি কন্যাসন্তান আসুক তাদের জীবনে।
‘কুইন’ জানান, প্রথম পুত্র সন্তান জন্মের মাত্র দশদিনের মাথায় তাকে হারান কঙ্গনার বাব-মা। তবে, বছর ঘুরতে আবারও সন্তান আসে তাদের কোলে। কঙ্গনার দিদি রঙ্গোলিকে নিয়ে সেবার আনন্দে মেতে ওঠে গোটা পরিবার।
তিনি বলে, কিন্তু রঙ্গোলির পরে আবারও একটি কন্যা সন্তানকে মেনে নিতে পারেনি পরিবার। তারা চেয়েছিলেন একটি কন্যা সন্তানের পর যেন ছেলে সন্তানের জন্ম হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, খানিকটা ক্ষোভের সঙ্গেই এই অভিনেত্রী জানান- এত কথা তার জানার কথা ছিন না। কিন্তু,বাড়িতে কোনও অতিথি এলে বা কোনও পারিবারিক অনুষ্ঠানে তার বাবা মা ফলাও করে এই ঘটনাটি গল্পের ছলে শোনান। বারংবার এই একই গল্প শুনে তার জন্মবৃত্তান্ত মুখস্থ হয়ে গেছে।
অথচ জন্মই হতো না কঙ্গনার!
অগ্রসর ডেস্ক : মা-বাবার কাঙ্ক্ষিত সন্তান নন বলিউড তারকা কঙ্গনা রনৌত। যে তারকাকে সবাই এক নামে চেনেন, অথচ তারই আাসার কথা ছিল না এই পৃথিবীতে। একটি ছেলের চাহিদা থেকেই মায়ের গর্ভে অনাকাঙ্ক্ষিতভাবে জন্ম নেন কঙ্গনা।
বলিউডের দাপুটে নায়িকা কঙ্গনাকে পর্দায় সংগ্রামী চরিত্রে অভিনয়ে দেখা গেছে। শুধু যে পর্দায় নয়, এখন স্পষ্টতই বোঝা যাচ্ছে তার জীবন সংগ্রামেরও ইতিহাস। বুধবার ভারতে একটি সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব বিষয় নিয়ে কথা বলেন তিনি।