স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদ দু’দেশের বাহিনীর পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের এয়ার স্টাফ পর্যায়ে নিয়মিত বৈঠকের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
ভারতের সফররত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা আজ বঙ্গভবনে রাষ্ট্্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
ভারতের বিমান বাহিনী প্রধানকে স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, সফর বিনিময় এবং যৌথ মহড়া ও প্রশিক্ষণ দু’দেশের বিমান বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।
এয়ার চিফ মার্শাল রাহা বলেন, ভারত ও বাংলাদেশের বিমান বাহিনীর মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, ভারতের বিমান বাহিনীর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিপুলসংখ্যক উপাদান রয়েছে। তারা এসব উপাদান উপহার হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে দিতে চায়।
সম্প্রতি ভারতীয় নৌবাহিনী আয়োজিত মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের কথা উল্লেখ করে এয়ার চিফ মার্শাল রাহা বলেন, এতে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধানের ভারত সফরের ফলে দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ক জোরদার হয়েছে।
তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধাদের সম্মানিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় র্ষ্ট্রাপতির সংশ্লিষ্ট সচিব এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।